Posts

Showing posts from July, 2018

গুগলের মজাদার যত ইফেক্ট

Image
গুগলের মজাদার যত ইফেক্ট এখনও গুগলের নাম শুনেন নি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে । গুগল সার্চ ইঞ্জিনের সাহায্যে প্রায় সব কিছুই খুঁজে পাওয়া যায়, তাই বলা হয় ঘরের বউও যা জানে না গুগল তাও জানে। সার্চের বাইরেও গুগলের কিছু লুকানো ও মজাদার ইফেক্ট আছে যা আপনাকে রীতি মত চমকে দিবে । চলুন পর্যায়ক্রমে Effect গুলো দেখে আসি- ইফেক্ট-১ গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করুন "Do A Barrel Roll" এবং ইন্টার বাটন টিপুন । কি !!!!!! মাথা ঘুরছে ??? 📷 😵 না না এত তারাতারি মাথা ঘুরে গেলে বাকি গুলো কিভাবে দেখবেন । Do A Barrel Roll এই কিওয়ার্ড টি লিখলে গুগলের পেজটি ৩৬০ ডিগ্রি তে ঘুরে আবার পূর্বের স্থানে ফিরে আসে । 📷 ;) ইফেক্ট-২ গুগলের সাইটে গিয়ে Google Sphere টাইপ করে সার্চ করুন। প্রথম লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে গুগল ঘুরছে। 📷 😆 মাউসটি ডানে-বামে, উপরে-নিচে নিয়ে দেখুন, আবার মাউটটি ছেড়ে দিয়ে দেখুন। ইফেক্ট-৩ মাথা ঘুরে গেল? তাহলে চলুন গেম খেলে মাথাটাকে একটু হালকা করে নেই।Google এ গিয়ে গুগলের সার্চবাক্সে "Google Pacman" লিখে সার্চ করুন। আপনার সামনে রয়েছে গুগলের একটি গেম PAC-MAN Doodle

স্টুডেন্ট লাইফে যে দশটা কাজ করতেই হবে

স্টুডেন্ট লাইফে যে দশটা কাজ করতেই হবে ১. নিজস্ব ইনকাম: তুমি কোটিপতির সন্তান হলেও- স্টুডেন্ট লাইফে তোমাকে কিছু না, কিছু ইনকাম করতেই হবে। তাতে রেস্পন্সিবিলি কিভাবে নিতে হয়। কিভাবে অন্যকে সার্ভ করতে হয়। কাজ দিয়ে হ্যাপি রাখতে হয় সেটা শিখতে পারবে। এই ইনকাম টিউশনি দিয়ে, কোচিং সেন্টারে ক্লাস নিয়ে, পার্টটাইম চাকরি দিয়ে হতে পারো। বন্ধুদের কাছে বা আশেপাশের মানুষের কাছে কিছু বিক্রি করে (হালের বিশ্বকাপ জার্সি) যেটাই হোক না কেন, বেশ কয়েকবার ইনকাম করার চেষ্টা তোমাকে করতেই হবে। ২. MS Excel: তুমি ইঞ্জিনিয়ারিং/মেডিকেল/কিংবা হিস্ট্রি যে সাবজেক্টেই পড়ো না কেন। বেসিক Excel তোমাকে শিখতেই হবে। কিভাবে excel এ যোগ করে, এভারেজ বের করে। চার্ট বানায়, ফর্মুলা এপ্লাই করে, ডাটা ফিল্টার করে, ফর্মুলা বাদে ভ্যালু কপি-পেস্ট করে। একাধিক ওয়ার্কশীট থেকে ডাটার সামারি করে। সেটা তোমাকে জানতেই হবে। জাস্ট এক সপ্তাহ সময় দাও। নিজের কম্পিউটারে এক্সেল না থাকলে, গুগল ড্রাইভের গুগল শিট (sheet) এ কিভাবে করে শিখে ফেল। . ৩. ইভেন্ট ম্যানেজমেন্ট: বন্ধুদের ঘুরতে যাওয়া হোক কিংবা ক্যাম্পসে কোন ইভেন্ট হোক- সেটা ইফতার পার্টি, বৈশাখী