গুগলের মজাদার যত ইফেক্ট
গুগলের মজাদার যত ইফেক্ট এখনও গুগলের নাম শুনেন নি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে । গুগল সার্চ ইঞ্জিনের সাহায্যে প্রায় সব কিছুই খুঁজে পাওয়া যায়, তাই বলা হয় ঘরের বউও যা জানে না গুগল তাও জানে। সার্চের বাইরেও গুগলের কিছু লুকানো ও মজাদার ইফেক্ট আছে যা আপনাকে রীতি মত চমকে দিবে । চলুন পর্যায়ক্রমে Effect গুলো দেখে আসি- ইফেক্ট-১ গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করুন "Do A Barrel Roll" এবং ইন্টার বাটন টিপুন । কি !!!!!! মাথা ঘুরছে ??? 📷 😵 না না এত তারাতারি মাথা ঘুরে গেলে বাকি গুলো কিভাবে দেখবেন । Do A Barrel Roll এই কিওয়ার্ড টি লিখলে গুগলের পেজটি ৩৬০ ডিগ্রি তে ঘুরে আবার পূর্বের স্থানে ফিরে আসে । 📷 ;) ইফেক্ট-২ গুগলের সাইটে গিয়ে Google Sphere টাইপ করে সার্চ করুন। প্রথম লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে গুগল ঘুরছে। 📷 😆 মাউসটি ডানে-বামে, উপরে-নিচে নিয়ে দেখুন, আবার মাউটটি ছেড়ে দিয়ে দেখুন। ইফেক্ট-৩ মাথা ঘুরে গেল? তাহলে চলুন গেম খেলে মাথাটাকে একটু হালকা করে নেই।Google এ গিয়ে গুগলের সার্চবাক্সে "Google Pacman" লিখে সার্চ করুন। আপনার সামনে রয়েছে গুগলের একটি গেম PAC-MAN Doodle