অ্যাডভোকেট হতে হলে বা আইন পেশায় ঢুকতে হলে
এল এল বি ভর্তি শুরু হয়েছে, আবেদন করার যোগ্যতা যেকোন বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী/অনার্স পাশ, এছাড়াও মাদ্রাসা হতে সমমান ডিগ্রী প্রাপ্তরাও আবেদন করতে পাবে।
২বছর মেয়াদী এল এল বি কোর্স ।
সদ্য অনার্স পাস করা ছাত্রছাত্রীরা ও আবেদন করতে পারবেন।
✿প্রথমে আপনাকে এইচএসসি পাসের পর যে কোনো সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ভর্তি হতে হবে। এখানে আপনাকে চার বছরমেয়াদি এলএলবি অনার্স সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি ইচ্ছা করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আর বাংলাদেশের প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনের জন্য এলএলবি অনার্স কোর্স চালু আছে। এখানে পড়তে হলে প্রতিষ্ঠানভেদে খরচ পড়বে ৩ থেকে ৫ লাখ টাকা।
LLB Admissions Notice Link
✿✿এছাড়া আপনি চার বছর মেয়াদি এলএলবি না করেও আইন পেশায় আসতে পারেন। এ জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে অনার্স বা ডিগ্রি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের অধীনে যে কোনো ল’ কলেজে দু’বছর এলএলবি (পাস) কোর্স করতে হবে। এখানে আপনার খরচ পড়বে বিশ থেকে পঁচিশ হাজার টাকা। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়া যায়।এখানে খরচ ৮০হাজার থেকে ১লাখ টাকা পড়বে
✿✿✿আপনাকে এলএলবি অনার্স শেষে বার কাউন্সিল সনদ গ্রহণ করে সিএমএম জজকোর্ট, হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের জন্য আলাদা আলাদা বারের সনদ গ্রহণ করতে হবে। সনদ পাওয়ার জন্য প্রথমে বার কাউন্সিলের ফরমে আবেদন করতে হবে। এরপর তিন ধাপে তথা এমসিকিউ,লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
✿✿✿✿আইনজীবী হতে চাইলে এলএলবি বা এলএলবি(অনার্স) অথবা এলএলএম পাশ করেই বাংলাদেশ বার কাউন্সল থেকে সনদপ্রাপ্ত হয়ে যে কোন আইনজীবী সমিতির সদস্য হয়ে সরাসরি আইনজীবী হয়ে যেতে পারেন।
ভর্তি ও অন্যান্য নিয়মাবলী
সকল আইন কলেজে ভর্তির জন্য নূন্যতম বিএ / বিএসসি / বি কম অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র /ছাত্রীগণই এল.এল. বি তে ভর্তির জন্য আবেদন করতে পারে। এস, এস,সি হতে স্নাতক পর্যন্ত যে কোন একটিতে দ্বিতীয় বিভাগ প্রয়োজন। এস.এস.সি, এইচ. এস.সি ও ডিগ্রী বা সমমানের পরীক্ষা পাশের মার্কসিটের সত্যায়িত ফটোকপি ২ (দুই)কপি, পাসপোর্ট সাইজের ছবি ৫(পাঁচ) কপি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে।
যে কোন বিশ্ববিদ্যালযের ছাত্র-ছাত্রী এল.এল.বি তে ভর্তি হতে পারবে। অফিস চলাকালীন সময়ে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন নেয়া হয়। ছাত্র/ছাত্রীদেরকে কলেজের সকল নিয়ম-কানুন, বিশ্ববিদ্যালয়ের সকল বিধি বিধান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইন-কানুন মেনে চলতে হবে। প্রতিটি ছাত্র/ছাত্রীদের কলেজ টেষ্ট পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে এবং ৭৫% ক্লাশে উপস্থিত থাকতে হবে।
এল.এল.বি প্রথম পর্বে ভর্তি =সাধারনত ৭ হতে ১০ হাজার টাকা(কলেজ অনুযায়ী কম বা বেশি হতে পারে, শেষ পর্বে ভর্তি =সাধারনত ৭ হতে ১০ হাজার টাকা(কলেজ অনুযায়ী কম বা বেশি হতে পারে
মাসিক বেতন ১০০ হতে ৫০০/- টাকা (কলেজ অনুযায়ী বেতন কম বা বেশি হতে পারে এবং কলেজ হইতে প্রশংসাপত্র বা ছাড়পত্রের জন্য = ১০০ হতে ৫০০/- (পাঁচশত) টাকা ফি প্রদান করতে হবে(কলেজ অনুযায়ী কম বা বেশি হতে পারে)।
বাৎসরিক পরীক্ষার ফি বিষয় প্রতি ১০০+ টাকা মাত্র।
২বছর মেয়াদী এল এল বি কোর্স ।
সদ্য অনার্স পাস করা ছাত্রছাত্রীরা ও আবেদন করতে পারবেন।
✿প্রথমে আপনাকে এইচএসসি পাসের পর যে কোনো সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ভর্তি হতে হবে। এখানে আপনাকে চার বছরমেয়াদি এলএলবি অনার্স সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি ইচ্ছা করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আর বাংলাদেশের প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনের জন্য এলএলবি অনার্স কোর্স চালু আছে। এখানে পড়তে হলে প্রতিষ্ঠানভেদে খরচ পড়বে ৩ থেকে ৫ লাখ টাকা।
LLB Admissions Notice Link
Add caption |
✿✿এছাড়া আপনি চার বছর মেয়াদি এলএলবি না করেও আইন পেশায় আসতে পারেন। এ জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে অনার্স বা ডিগ্রি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের অধীনে যে কোনো ল’ কলেজে দু’বছর এলএলবি (পাস) কোর্স করতে হবে। এখানে আপনার খরচ পড়বে বিশ থেকে পঁচিশ হাজার টাকা। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়া যায়।এখানে খরচ ৮০হাজার থেকে ১লাখ টাকা পড়বে
✿✿✿আপনাকে এলএলবি অনার্স শেষে বার কাউন্সিল সনদ গ্রহণ করে সিএমএম জজকোর্ট, হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের জন্য আলাদা আলাদা বারের সনদ গ্রহণ করতে হবে। সনদ পাওয়ার জন্য প্রথমে বার কাউন্সিলের ফরমে আবেদন করতে হবে। এরপর তিন ধাপে তথা এমসিকিউ,লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
✿✿✿✿আইনজীবী হতে চাইলে এলএলবি বা এলএলবি(অনার্স) অথবা এলএলএম পাশ করেই বাংলাদেশ বার কাউন্সল থেকে সনদপ্রাপ্ত হয়ে যে কোন আইনজীবী সমিতির সদস্য হয়ে সরাসরি আইনজীবী হয়ে যেতে পারেন।
ভর্তি ও অন্যান্য নিয়মাবলী
সকল আইন কলেজে ভর্তির জন্য নূন্যতম বিএ / বিএসসি / বি কম অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র /ছাত্রীগণই এল.এল. বি তে ভর্তির জন্য আবেদন করতে পারে। এস, এস,সি হতে স্নাতক পর্যন্ত যে কোন একটিতে দ্বিতীয় বিভাগ প্রয়োজন। এস.এস.সি, এইচ. এস.সি ও ডিগ্রী বা সমমানের পরীক্ষা পাশের মার্কসিটের সত্যায়িত ফটোকপি ২ (দুই)কপি, পাসপোর্ট সাইজের ছবি ৫(পাঁচ) কপি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে।
যে কোন বিশ্ববিদ্যালযের ছাত্র-ছাত্রী এল.এল.বি তে ভর্তি হতে পারবে। অফিস চলাকালীন সময়ে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন নেয়া হয়। ছাত্র/ছাত্রীদেরকে কলেজের সকল নিয়ম-কানুন, বিশ্ববিদ্যালয়ের সকল বিধি বিধান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইন-কানুন মেনে চলতে হবে। প্রতিটি ছাত্র/ছাত্রীদের কলেজ টেষ্ট পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে এবং ৭৫% ক্লাশে উপস্থিত থাকতে হবে।
Add caption |
এল.এল.বি প্রথম পর্বে ভর্তি =সাধারনত ৭ হতে ১০ হাজার টাকা(কলেজ অনুযায়ী কম বা বেশি হতে পারে, শেষ পর্বে ভর্তি =সাধারনত ৭ হতে ১০ হাজার টাকা(কলেজ অনুযায়ী কম বা বেশি হতে পারে
মাসিক বেতন ১০০ হতে ৫০০/- টাকা (কলেজ অনুযায়ী বেতন কম বা বেশি হতে পারে এবং কলেজ হইতে প্রশংসাপত্র বা ছাড়পত্রের জন্য = ১০০ হতে ৫০০/- (পাঁচশত) টাকা ফি প্রদান করতে হবে(কলেজ অনুযায়ী কম বা বেশি হতে পারে)।
বাৎসরিক পরীক্ষার ফি বিষয় প্রতি ১০০+ টাকা মাত্র।
LAW COLLEGE LIST <<<UNDER NU>>>
- 1 Bogra Law College → Bogra
- 2 Pirojpur Law College →Pirojpur
- 3 Bagerhat Law College →Bagerhat
- 4 Bangabandhu Law College →Chittagong
- 5 Bangabandhu Law College, Comilla→ 880-81-69668 →Comilla
- 6 Bangabandhu Law College, Dhaka → Dhaka
- 7 Bangabandhu Law College, Madaripur →Madaripur
- 8 Bangladesh Law College →Dhaka
- 9 Barisal Law College →Barisal
- 10 Brahmanbaria Law College →Brahmanbaria
- 11 Capital Law College →Dhaka
- 12 Central Law College, Khulna → Khulna
- 13 Central Law College →Dhaka
- 14 Central Law College, Rajshahi →880-721-750008→ Rajshahi
- 15 Chandpur Law College →Chandpur
- 16 Chittagong Law College →Chittagong
- 17 City Law College → Dhaka
- 18 City Law College →Khulna
- 19 Comilla Law College →Comilla
- 20 Cox' s Bazar Law College →Cox's Bazar
- 21 Dawan Idris Law College →Dhaka
- 22 Demra Law College →Dhaka
- 23 Dhaka Law College →Dhaka
- 24 Dhanmondi Law College → Dhaka
- 25 Dinajpur Law College, Dinajpur →Dinajpur
- 26 Faridpur Law College →Faridpur
- 27 Fatama Law College →Dhaka
- 28 Feni Law College →Feni
- 29 Gaibandha Law College →Gaibandha
- 30 Gazipur Law College →Gazipur
- 31 Green View Law College →Dhaka
- 32 Hasham Shurjo Soceity Law College →Barguna
- 33 Ideal Law College→ 02-9139046, 01817-022303→ Dhaka
- 34 International Law College →Dhaka
- 35 Jamalpur Law College → Jamalpur
- 36 Jan -E- Alom Law College → Dhaka
- 37 Joypurhat Law College → Joypurhat
- 38 Khagrachhari Law College→ Khagrachhari
- 39 khandokar Nurul Hossan Law Acadamy →Manikganj
- 40 Kurigram Law College →Kurigram
- 41 Kushtia →Kushtia
- 42 Lalmonirhat Law College →Lalmonirhat
- 43 Leepur Law College →Lakshmipur
- 44 Libarti Law College →Dhaka
- 45 Magura Law College →Magura
- 46 Metropoliton Law College →Sylhet
- 47 Metropoliton Law College →Dhaka
- 48 Mirpur Law College →02 8055847, 01779-174841,→ Dhaka
- 49 Mohammadpur Law College →Dhaka
- 50 Mohanagor Law College → Dhaka
- 51 Munshiganj Law College →Munshiganj
- 52 Mymensingh Law College →Mymensingh
- 53 Naogaon Law College →Naogaon
- 54 Narayanganj Law College →Narayanganj
- 55 Narsingdi Law College →Narsingdi
- 56 National Law College → Gopalganj
- 57 Nawabgonj Law College → Chapainawabganj
- 58 Netrakona Law College → Netrakona
- 59 New Era Law College → Dhaka
- 60 Noakhali Law College → Noakhali
- 61 Patuakhali Law College →Patuakhali
- 62 Rajshahi Law College →Rajshahi
- 63 Rangamati Law College →Rangamati
- 64 Rangpur Law College →Rangpur
- 65 Rupnagor Law College →Dhaka
- 66 Satkhira Law College →Satkhira
- 67 Shohid Amin uddin Law College →Pabna
- 68 Shohid Jiaur Rahman Law College → Jhenaidah
- 69 Shohid Moshiur Rahman Law College →Khulna
- 70 Sirajganj Law College →Sirajganj
- 71 Sylhet Law College →Sylhet
- 72 Tangail Law College →Tangail
- 73 Thakurgaon Law College →Thakurgaon