১৪ তম নিবন্ধন প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, তাদের অভিনন্দন।
জরুরি
বিজ্ঞপ্তি:
লিখিত পরীক্ষা হবে:
স্কুল পর্যায়:- ০৮.১২.২০১৭ তারিখ শুক্রবার
এবং কলেজ পর্যায় :- ০৯.১২.২০১৭ তারিখ শনিবার।
সময়: সকাল ৯.০০-১২.০০টা
যারা পাস করেছেন, তাদের আগামী ১৬/১১/২০১৭ তারিখের মধ্য নিম্নে উল্লেখিত সনদসমূহ এনটিআরসিএ তে প্রেরণ করতে হবে:
১. Applicant’s copy
২.সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
৩.স্নাতক পর্যায়ের নম্বরপত্র
৪.নাগরিক সনদ
৫.জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ।
৬.স্কুল পর্যায়ের জন্য স্নাতক/সম্মান শ্রেণির প্রবেশপত্র
বি:দ্র: সকল সনদের সত্যায়িত কপি দিতে হবে। ডাক যোগে প্রেরণ করতে হবে।
খামের উপর “চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন পত্র”” লিখতে হবে।
যে ঠিকানায় পাঠাতে হবে :
প্রাপক, ঢাকা জি. পি. ও. বক্স নম্বর – ১০৩ ঢাকা -১০০০।
১৪ তম নিবন্ধন প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, তাদের অভিনন্দন।

লিখিত পরীক্ষা হবে:
স্কুল পর্যায়:- ০৮.১২.২০১৭ তারিখ শুক্রবার
এবং কলেজ পর্যায় :- ০৯.১২.২০১৭ তারিখ শনিবার।
সময়: সকাল ৯.০০-১২.০০টা
যারা পাস করেছেন, তাদের আগামী ১৬/১১/২০১৭ তারিখের মধ্য নিম্নে উল্লেখিত সনদসমূহ এনটিআরসিএ তে প্রেরণ করতে হবে:
১. Applicant’s copy
২.সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
৩.স্নাতক পর্যায়ের নম্বরপত্র
৪.নাগরিক সনদ
৫.জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ।
৬.স্কুল পর্যায়ের জন্য স্নাতক/সম্মান শ্রেণির প্রবেশপত্র
বি:দ্র: সকল সনদের সত্যায়িত কপি দিতে হবে। ডাক যোগে প্রেরণ করতে হবে।
খামের উপর “চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন পত্র”” লিখতে হবে।
যে ঠিকানায় পাঠাতে হবে :
প্রাপক, ঢাকা জি. পি. ও. বক্স নম্বর – ১০৩ ঢাকা -১০০০।