অ্যাডভোকেট হতে হলে বা আইন পেশায় ঢুকতে হলে
এল এল বি ভর্তি শুরু হয়েছে, আবেদন করার যোগ্যতা যেকোন বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী/অনার্স পাশ, এছাড়াও মাদ্রাসা হতে সমমান ডিগ্রী প্রাপ্তরাও আবেদন করতে পাবে। ২বছর মেয়াদী এল এল বি কোর্স । সদ্য অনার্স পাস করা ছাত্রছাত্রীরা ও আবেদন করতে পারবেন। ✿প্রথমে আপনাকে এইচএসসি পাসের পর যে কোনো সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ভর্তি হতে হবে। এখানে আপনাকে চার বছরমেয়াদি এলএলবি অনার্স সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি ইচ্ছা করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আর বাংলাদেশের প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনের জন্য এলএলবি অনার্স কোর্স চালু আছে। এখানে পড়তে হলে প্রতিষ্ঠানভেদে খরচ পড়বে ৩ থেকে ৫ লাখ টাকা। LLB Admissions Notice Link Add caption http://educationsinbd.com/nu-llb-admissions/ ✿✿এছাড়া আপনি চার বছর মেয়াদি এলএলবি না করেও আইন পেশায় আসতে পারেন। এ জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে অনার্স বা ডিগ্রি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের অধীনে যে কোনো ল’ কলেজে দু’বছর এলএলবি (পা...