৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি আন্তর্জাতিক

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
আন্তর্জাতিক

 
  • ১।জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে — ২৬জুন,১৯৪৫ সালে।
  • ২।জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে— ২৪ অক্টোবর, ১৯৪৫।সেজন্য ২৪ অক্টোবর ↫জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় ।
  • ৩।জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
  • ৪। জাতিসংঘ এর নামকরণ করেন কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
  • ৫। জাতিসংঘের নামকরণ করা হয় কবে?— ১ জানুয়ারি, ১৯৪২।
  • ৬। জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? — মহাসচিব।
  • ৭।জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় — সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
  • ৮।জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ বছরের জন্য।
  • ৯।নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়— ২ বছরের জন্য।
    ১০।নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ মাসের জন্য।
    ১১।অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়— ৩ বছরের জন্য।
    ১২।আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল— ৯ বছর।
    ১৩.পৃথিবীর 'ফ্যাক্টরি ফ্লোর' বলা হয় কোন দেশকে ?
    =চীনকে
    ১৪। চীন বাজার অর্থনীতি চালু করে কবে ?
    =১৯৮১ সালে।
  • ১৫।রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিব কত দফা ফর্মুলা প্রদান করেছেন?
    =৩
    ১৬।বাগরাম" মার্কিন সামরিক ঘাঁটিটি কোথায় অবস্থিত?
    = আফগানিস্তান
  • ১৬।মোটরযান চুক্তি[MVA] সার্কভুক্ত কয়টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
    =চারটি[বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল]।
    ১৮।'Minuteman-III' কোন দেশের তৈরি?
    =যুক্তিরাষ্ট্রের তৈরি পারমানবিক বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র।
  • ১৯।'City of 72 Nations' হিসেবে পরিচিত কোন শহর?
    = তেহরান, ইরান
    ২০।হারাকাহ আল ইয়াকিন কী?
    =রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন
    ২১।আরশাল শহরটি কোন দেশে অবস্থিত?
    = লেবাননে
    ২২।আরশা কোন দেশের জঙ্গী সংস্থা ?
    = মিয়ানমার
    ২৩।হামফ্রেইস কী?
    =দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটি
    ২৪।UNFCCC বাংলাদেশ স্বাক্ষর করে করে কবে ?
    =১৯৯২, ৯ জুন
  • ২৫।'পরিবেশের নোবেল' বলা হয় কোন পুরস্কার কে??
    =গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ
    ২৬।*কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ ?
    = চীন
    ২৭।*মাথাপিছু গ্রিনহাউস নিঃসরণে শীর্ষ দেশ?
    = যুক্তরাষ্ট্র
    ২৮।মাথাপিছু কার্বন নিঃসরণে শীর্ষে
    = কাতার
    ২৯।সমাজতন্ত্রের উদ্ভব হয় কোন দেশে ?
    = সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায়
    ৩০।বিশ্বের প্রথম স্থায়ী যুদ্ধাপরাধ আদালত কোনটি ?
    = আন্তর্জাতিক অপরাধ আদালত
    ৩১।কমনওয়েলথ কবে প্রতিষ্ঠিত হয় ?
    = ১৯৪৯
    ৩২।বাংলাদেশ কবে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে ?
    = ১৯৭৬
    ৩৩।কমিউনিস্ট দেশ কর্তৃক অভ্যন্তরীণ বিষয়াদির বহি:প্রকাশ রোধ করার জন্য সংবাদ মাধ্যম , বিদেশীদের আগমন ইত্যাদির ওপর বিধি নিষেধ আরোপ করাকে কী বলে ?
    = লৌহ যবানিকা বা আয়রন কার্টেন ( চীনে বলে বাম্বু কার্টেন)
  • ৩৪। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অন্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নে কাজ করে কোন সংস্থা ?
  • = সিরডাপ
  • ৩৫।পন্চশীল কী ?
  • = ১৯৫৪ সালে ভারত - চীনের সম্পর্ক নির্ধারণের নিমিত্তে গৃহীত পাঁচটি নীতি
  • ৩৬।ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি ?
  • = ইতালি
  • ৩৭।কোন দেশ LDC s কিনা তা কে নির্ধারণ করে ?
  • = UNCTAD
  • ৩৮।সামাজিক মতবাদের প্রবক্তা কে ?
  • = হবস , লক,রুশো
  • ৩৯।উন্নয়নশীল দেশসমূহকে বৈদেশিক বিনিয়োগে উৎসাহিত করে কে ?
  • =MIGA
  • ৪০।IMF এর দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি সহায়তা কর্মসূচির নাম কী ?
  • = PGRF

Popular posts from this blog

অ্যাডভোকেট হতে হলে বা আইন পেশায় ঢুকতে হলে

All Education Board PSC Result 2017 Published

প্রথম শ্রেণি হতে একাদশ-দাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত বই পিডিএফ ডাউনলোড Class One to eleventh-twelfth Class all books PDF download