অসাধারণ ওয়েবসাইট

আমরা সবাই তো ইন্টারনেট ব্যবহা র করি। ইন্টারনেট এ রয়েছে অসংখ্য ওয়েবসাইট। এদের মধ্যে কিছু ওয়েবসাইট আমরা ব্যবহার করি। সব ওয়েবসাইট এর ব্যাপারে জানা আমাদের পক্ষে সম্ভব ও নয়।


#1 http://app.thefacesoffacebook.com/ : এটি একটি অসাধারণ ওয়েবসাইট। এই ওয়েবসাইট টিতে আপনি পৃথিবীর সমস্ত ফেইসবুক উজার দের Phofile Photo একসাথে দেখতে পারবেন। এছাড়াও facebook এ প্রতি সেকেন্ড এ কতগুলি Profile তৈরী হচ্ছে সেগুলিও দেখতে পাবেন।
#2 http://stars.chromeexperiments.com/ : মহাকাশ সম্পর্কে যদি আপনার কৌতূহল থাকে বা আমাদের এই Milkyway Galaxy কে ভালোভাবে বোঝার ইচ্ছে থাকে তাহলে এই ওয়েবসাইট টি আপনার জন্য একদম Perfect | এই ওয়েবসাইট টিতে আপনি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি র একটি নিখুঁত মডেল দেখতে পাবেন। যেখানে আমাদের সৌরমণ্ডল এবং সৌরমণ্ডলের প্রতিটি গ্রহদের একদম কাছ থেকে দেখতে পাবেন।
#3 http://www.worldometers.info/ : এই ওয়েবসাইট টিতে আপনি পৃথিবীতে বিভিন্ন রকম Data রিয়েল টাইম এ দেখতে পাবেন। প্রতি সেকেন্ড এ কতজনের জন্ম বা মৃত্যু হচ্ছে, আজকের দিনে কতগুলি Phone বিক্রি হয়েছে, কত সংখক গুগল সার্চ করা হয়েছে, এই বছর এখনো পর্যন্ত কত টন কার্বন ডাই অক্সাইড এমিশন হয়েছে, আজ কতগুলি সিগারেটে শেষ হয়েছে ইত্যাদি ইত্যাদি।
#4 http://demos.algorithmia.com/colorize... : এই ওয়েবসাইট টির মাধ্যমে আপনি যেকোনো Black & White ফটো কে খুব সহজেই Colored Photo তে রূপান্তরিত করতে পারবেন। এখানে আপনি যেকোনো পুরোনো Black & White ছবি আপলোড করে সেটিকে কালার ছবিতে রূপান্তরিত করতে পারবেন। এছাড়া যেকোনো Black & White ছবির লিংক এখানে Paste করে সেটিকে কালার ফটোতে কনভার্ট করতে পারবেন।
#5 http://dinosaurpictures.org/ancient-e... : এই ওয়েবসাইট টিতে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত সমস্ত রকম ম্যাপ বর্তমান আছে। এখানে যে মানচিত্রটি দেখা যাচ্ছে সেটিতে একটি সম্পূর্ণ স্থলভাগ ছিল। যদি আমরা সময় পরিবর্তন করে ৫৬০ মিলিয়ন করি তাহলে বেশি তফাৎ বোঝা যাচ্ছেনা। কিন্তু ধীরে ধীরে যখন আমরা সময় পরিবর্তন করি তাহলে আমরা দেখবো যে পৃথিবীর মানচিত্রের ধীরে ধীরে পরিবর্তন ঘটছে।

Popular posts from this blog

অ্যাডভোকেট হতে হলে বা আইন পেশায় ঢুকতে হলে

All Education Board PSC Result 2017 Published

প্রথম শ্রেণি হতে একাদশ-দাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত বই পিডিএফ ডাউনলোড Class One to eleventh-twelfth Class all books PDF download