অনার্স ৩য় বর্ষের ফর্ম পূরণ নোটিশ ২০১৮

অনার্স   ৩য় বর্ষের ফর্ম পূরণ  নোটিশ ২০১৮ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 3 য় বছরের ফর্ম পূরণের নোটিশ 2018. ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স পরীক্ষার জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ফর্ম ফরম পূরণ nubd.info/honours। অনার্স 3 য় বছর অনলাইন ফরম পূরণ - ন্যাশনাল ইউনিভার্সিটি থার্ড ইয়ার অনার্স ফরম পূরণ করুন systeam এবং methold অনলাইন এখানে পাওয়া যায়। ২018 সালের চূড়ান্ত পরীক্ষা 2018 সালের জন্য প্রত্যেক শিক্ষার্থী ফর্ম পূরণের জন্য আবেদন করতে পারবেন।জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বছরের ফরম পূরণঅনার্স 3 য় বছরের ফর্ম পূরণের গুরুত্বপূর্ণ তথ্য 2018 নোটিশ:

   
অনলাইন ফর্ম পূরণের শুরু> 05/২/২017
  Online 
ফরম পূরণ-আপ শেষ> 08/01/2018

ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স তৃতীয় বছরের পরীক্ষার আবেদনপত্র কিভাবে পূরণ করবেন নিচে দেখুন


ফর্ম পূরণের সমস্ত পদ্ধতি অনলাইন সিস্টেম দ্বারা কাজ করবে। সুতরাং, ছাত্ররা তাদের কলেজ থেকে অনুলিপি এবং কঠোর প্রতিলিপি প্রয়োগ করতে পারে। প্রত্যেক ছাত্র অনার্স পরীক্ষার ফরম সংগ্রহ করতে পারেন http://www.nu.edu.bd -এ এনইউ ওয়েবসাইট ফর্ম পূরণ করুন। বা www.nubd.info তবে প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যাংকের পরিশোধিত খসড়া যথাযথভাবে দাখিল করতে হবে।
অনার্স তৃতীয় বছরের ফরম তথ্য পূরণের তথ্য পূরণ করুন:

    
বিষয়বস্তুর প্রতিটি কলেজে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। অনলাইন ডেটা এন্ট্রি করার জন্য প্রতিটি কলেজ কর্তৃপক্ষের লগ ইন কলেজ প্রোফাইল এবং তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।
    
পরীক্ষার আবেদনপত্র থেকে তাদের রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এবং কলেজ কোড নির্ধারিত সফ্টওয়্যার ব্যবহার করে প্রবেশ করতে হবে,
    
সম্পূর্ণ অনলাইন ডেটা এন্ট্রি পরীক্ষার পর তাদের রিপোর্ট মুদ্রণ করবে।


Popular posts from this blog

অ্যাডভোকেট হতে হলে বা আইন পেশায় ঢুকতে হলে

All Education Board PSC Result 2017 Published

প্রথম শ্রেণি হতে একাদশ-দাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত বই পিডিএফ ডাউনলোড Class One to eleventh-twelfth Class all books PDF download