জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স প্রাইভেট রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি

. আবেদনের যোগ্যতাঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ৪বছর মেয়াদী স্নাতক সম্মান কোর্সে নূন্যতম ৩য় শ্রেণি পাওয়া শিক্ষার্থীরা মাস্টার্স প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে।
২০০৪-২০১৫ সাল পর্যন্ত মাস্টার্স ১ম পর্ব(নিয়মিত ও প্রাইভেট) উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে।
.
অনলাইনে আবেদন শুরু হবে ১০/১২/১৭ তারিখ বিকাল ৪টায় এবং আবেদন শেষ হবে ১৮/১২/১৭ তারিখ রাত ১২ টায়।
.
আবেদনকারীকে অনলাইনে পূরণকৃত ফরমের নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। স্নাতক সম্মান/মাস্টার্স ১ম পর্বের সত্যায়িত নম্বরপত্র,সত্যা
য়িত রেজিঃ কার্ডের কপি এবং আবেদন বাবদ ৩০০ টাকা রেজিঃ ফি বাবদ ৮০০ টাকা আবেদন ফরমের সাথে আবেদনকৃত কলেজে জমা দিতে হবে।
.
আবেদন ফরম,আবেদন ফি ও রেজিঃ ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দেয়ার শেষ তারিখ ১৯/১২/১৭