জেনে রাখুন BCS এর কিছু প্রশ্নের সমাধান



১। যে,মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে:
 দর্পণ (২৩ তম BCS)
২। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য 

:১৮ ইঞ্জি প্রায়।(২৮ তম BCS)
৩। মাছ অকি্্রজেন নেয় :

 পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে(১০ তম BCS)
৪। বাদুর চলাফেরা করে : 

সৃষ্টি শব্দের প্রতিধ্বনি শুনে(২৭ তম BCS)
৫। এনজিও প্রাষ্টি হচ্ছে :

 হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।(২১ তম BCS)
৬। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে:

 অকি্্রজেন ও গ্রুুকোজ ( ২১ তম BCS)
৭। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় 

: সূর্য গ্রহন (২৩ তম BCS)
৮। গ্যালিলি হলো : 

পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃএিম উপদ্রহ( ১৮ তম BCS)
৯। সমুদ্র পৃষ্ঠে বাষুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে:

 ১০ নিউটন (১০ তম BCS)
১০। সমুদ্রর গভীরতা মাপার যন্ত্রর নাম: 

ফ্যাদোমিটার (২০ তম BCS)
১১। দিনরাত সর্বএ সমান :

 নিরক্ষরেখায়(২৮ তম BCS)
১২। ভূমিকম্প নির্নায়ক যন্ত্র :

 সিসমোগ্রাফ (২২ তম BCS)
১৩। উড়োজাহাজ গতি নির্নায়ক যন্ত্র :

 ট্যাকোমিটার (২২ তম BCS)
১৪। বিশ্ব পরিবেশ দিবস প্রতিবছর :

৫ জুন (৩০ তম BCS)
১৫। C N G --এর অর্থ : 

কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস। (২৫ তম BCS)
১৬। জোয়ার ভাটার তেজকটাল হয় :

 অমাবস্যায় (১৮ তম B c S)
১৭। ফরুখ আহমদের শ্রেষ্ট ক্যব্যগ্রন্হের নাম : 

সাত সাগরের মাঝি(২৯ তম BCS)
১৮।অনল প্রবাহ রচনা করেন : 

সৈযদ ইসমাইল হোসেন(২৯ তম BCS)
১৯। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ কবিতা:

 একটি উপন্যাস (২৪ তম BCS)
২০। বএিশ সিংহাসন এর রচয়তা :

মৃত্যুজ্ঞয় বিদ্যালষ্কার (২৬ তম BCS)
২১। বাংলা গীতি কবিতায় ভরের পাখি বলা হয়:

 বিহারীলাল চক্রবর্তীকে:(১১ তম BCS)

Popular posts from this blog

অ্যাডভোকেট হতে হলে বা আইন পেশায় ঢুকতে হলে

All Education Board PSC Result 2017 Published

প্রথম শ্রেণি হতে একাদশ-দাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত বই পিডিএফ ডাউনলোড Class One to eleventh-twelfth Class all books PDF download