বিসিএস এর প্রিলিমিনারি ,লিখিত, ভাইবার জন্য প্রয়োজনীয় বই এবং প্রিপারেশন
বিসিএস এর প্রিলিমিনারি ,লিখিত, ভাইবার জন্য প্রয়োজনীয় বই এবং প্রিপারেশন।
প্রিলিমিনারির জন্য পঠিত বই
***যদি সম্ভব হয় সপ্তাহে ২/৩ দিন সংসদ অধিবেশন দেখা।
বি.দ্র. বইয়ের লিস্টকে অনেক ছোট করে উপস্থাপন করা হচ্ছে। এছাড়াও মানচিত্র অঙ্কন (বাংলাদেশ+আন্তর্জাতিক), রেফারেন্স আয়ত্ত, মন্ত্রনালয়ের বাংলা ও ইংরেজি নাম, মন্ত্রী ও সচিবদের নাম ইত্যাদির উপরে ভালো ধারনা থাকতে হবে।
প্রিলিমিনারির জন্য পঠিত বই
- যে কোন সিরিজের বই এমপি৩/ওরাকল/ প্রফেসর
- ডাইজেস্ট কারেন্ট এফেয়ারস এবং কারেন্ট ওয়াল্ড (প্রতি মাসের সার্কুলেশন)
- কারেন্ট এফেয়ারস এবং কারেন্ট ওয়াল্ড (বিশেষ সংখ্যা)
- মডেল টেস্ট গাইড (জ্ঞানদ্বীপ পাবলিকেশন) প্রতিদিন ১ টি করে মডেল টেস্ট দিতে হবে।
- লিখিত পরীক্ষার জন্য পঠিত বই
- Assurance গাইড (ম্যাথ ও বিজ্ঞান-ওরাকল)
- সংবিধান (বাংলা+ইংরেজি)
- ভাইবা গাইড (জামিলের মুক্তিযুদ্ধ+জামিলের প্রশাসন) অবশ্যই লিখিত পরীক্ষার প্রিপারেশনে পড়বেন
- ম্যাপ রিডিং (বাংলাদেশ এবং আন্তর্জাতিক)
- ভাইবার জন্য পঠিত বইঃ
- ১ম ও ২য় চয়েজের বই (ফরেন- Assurance+ওরাকল; প্রশাসন- জামিল, পুলিশ-জামিল)
- শেখ মুজিব আমার পিতা- শেখ হাসিনা
- কারাগারের রোজনামচা- শেখ মুজিবুর রহমান
- প্রতিদিন ২ ঘন্টা কোন বন্ধুর সাথে সম সাময়িক ঘটনা নিয়ে আলোচনা, মডেল ভাইবা গ্রহন, ১৫ মিনিট স্পোকেন টেস্ট ইত্যাদি।
- বিসিএস এর প্রিপারেশন
***যদি সম্ভব হয় সপ্তাহে ২/৩ দিন সংসদ অধিবেশন দেখা।
বি.দ্র. বইয়ের লিস্টকে অনেক ছোট করে উপস্থাপন করা হচ্ছে। এছাড়াও মানচিত্র অঙ্কন (বাংলাদেশ+আন্তর্জাতিক), রেফারেন্স আয়ত্ত, মন্ত্রনালয়ের বাংলা ও ইংরেজি নাম, মন্ত্রী ও সচিবদের নাম ইত্যাদির উপরে ভালো ধারনা থাকতে হবে।